শেখ কামালের জন্ম দিন উপলক্ষ্যে রাঙামাটিতে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপন

Published: 05 Aug 2023   Saturday   

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শনিবার রাঙামাটিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙামাটি মারী স্টেডিয়ামে প্রীতি ম্যাচে জেলা প্রশাসন ফুটবল দল বনাম রাঙামাটি পৌরসভা ফুটবল দলের খেলা অনুষিঠত হয়। খেলায় জেলা প্রশাসন ১-০ গোলের ব্যবধানে রাঙামাটি পৌরসভা দলকে পরাজিত করে। 

 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস, এম, ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি বরুণ বিকাশ দেওয়ান ও সাধারণ সম্পাদক শফিউল আজমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা  স্টেডিয়াম প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত