পাহাড়ে তরুন প্রজন্মের মেধাবি সাংবাদিক পলাশ বড়ুয়া আর নেই

Published: 02 Aug 2023   Wednesday   

পাহাড়ে তরুন প্রজন্মের মেধাবি সাংবাদিক ও প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া আর নেই। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অকাল মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন। 

 

জানা গেছে, গেল রোববার রাঙামাটির লংগদু উপজেলায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।  এসময় তার সঙ্গীরা তাঁকে প্রথমে লংগদুর একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে  দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।  সেখানে বুধবার সন্ধ্যায় সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান পলাশ। 

 

মেধাবি সাংবাদিক পলাশ বড়ুয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার মৃত স্বদেশ বড়ুয়া ও মৃত সুজাতা বড়ুয়ার বড় ছেলে। তিনি দুই ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি সাংবাদকিতার পাশাপাশি কবি ও ছড়াকারও ছিলেন। 

 

পলাশ বড়ুয়ার অকাল প্রয়াণে পাহাড়ের নিউজ পোর্টাল হিলবিডি২৪ ডট কমের পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছে। তার এ অকাল প্রয়াণে পাহাড়ের একজন মেধাবি, সৎ ও সাহসী সাংবাদিককে হারালো।  

 

অপরদিকে পাহাড়ে এ মেধাবি সাংবাদিকের অকাল প্রয়াণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। রাঙামাটিতে অন্যতম প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম কামাল উদ্দীন এক শোক বার্তায় সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকা বার্তায়  তারা বলেন, তার অকাল মৃত্যুতে পাহাড়ে অপুরনীয় ক্ষতি হলো। এ ক্ষতি পূরণ হওয়ার মত না। শোক বার্তায় পলাশ বড়ুয়ার পরলৌলিক সদগতি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

 

এছাড়া রাঙামাটি সাংবাদিক সমিতি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত