উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কোন গোত্রের নয় সকল সম্প্রদায়ের-সুপ্রদীপ চাকমা

Published: 30 Jul 2023   Sunday   

নব যোগদানকৃত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শুধু ব্যক্তি কিংবা কোন গোত্রের নয় বরং চেয়ারম্যান হচ্ছেন তিন পার্বত্য জেলার সকল সম্প্রদায়ের চেয়ারম্যান বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে জাতীয় পর্যায়ের মূলধারায়যুক্ত করার জন্য যা করা দরকার তা করতে সর্বদা প্রচেষ্টা চালানো হবে।

রোববার প্রথম কর্ম দিবসে কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।


উন্নয়ন বোর্ড চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে অবহেলা করে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। তাই পার্বত্য চট্টগ্রামকে মূলধারায়যুক্ত করাসহ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে হাতে হাত মিলিয়ে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। তিনি বিশে^র জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বৃহত্তর পরিসরে প্রকল্প গ্রহণের মাধ্যমে তিন পার্বত্য জেলায় কাজ করার কথা ব্যক্ত করেন।


তিনি আরো বলেন, আপনি, আমি আমরা সকলে স্বাধীন দেশে চাকুরি করা কিংবা স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে পেয়েছি। পাকিস্তান শাসনামলে এদেশের মানুষ মেধাবী হওয়া সত্বেও অধিকাংশ সরকারি চাকুরিতে কোটার মাধ্যমে চাকুরি করতে হয়েছে। তিনি আরও বলেন যে, বঙ্গবন্ধুর কারণে ১৯৭১ সালে স্বাধীনতার লাভ করতে সক্ষম হয়েছি এবং আমরা স্বাধীন দেশের নাগরিক।


এর আগে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান বোর্ড চেয়ারম্যানের জীবনী সম্পর্কে বোর্ডের ভাইস চেয়ারম্যান বিভিন্ন তথ্য ও বোর্ডের সামগ্রিক কর্মকান্ডের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করেন বোর্ডের উপ-পরিচালক জনাব মংছেনলাইন রাখাইন।


অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য সচবি ও সদস্য প্রশাসন মোঃ জসীম উদ্দিন (উপসচিব), উপপরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, মোঃ এয়াছিনুল হক, প্রকল্প ব্যবস্থাপক (পরিকল্পনা), টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প; বেগম নীলুফার নাজনীন, প্রকল্প ব্যবস্থাপক (বাস্তবায়ন ও মূল্যায়ন), টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প; রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রকল্প ব্যবস্থাপকরা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান,সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত