প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের পুনর্বাসন,মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবী

Published: 01 Jul 2023   Saturday   

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) প্রত্যাগত সদস্যদের যথাযথ পুনর্বাসন,মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবীতে শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মধ্যম বাঘাইছড়ি গ্রামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিজেএসএস এর প্রত্যাগত সদস্য সুমতি রঞ্জন চাকমা। এসময় বক্তব্যে দেন পিসিজেএসএসের নেতা প্রভাত কুমার চাকমা,ত্রিদীপ চাকমা,উৎপলাক্ষ চাকমা,সুমুতি চাকমা ও মানবজ্যোতি চাকমা প্রমুখ। এসময় পিসিজেএসএস এর প্রত্যাগত ২৮৮ জন প্রত্যাগত সদস্য উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের মধ্য দিয়ে সরকারের কাছে অস্ত্র জমা দানের মধ্য দিয়ে পিসিজেএসএস এর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু কাংখিত শান্তি তো দুরের কথা নূন্যতম যে আশা-ভরসা নিয়ে স্বাভাবিক জীবনে এসেছেন সেই আশা শুধু মাত্র আশায় থেকে গেলো।


বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তির ২৫ বছরেও চুক্তির মৌলিক বিষয়সমূহসহ এখনো দুই-তৃতীয়াংশ ধারাগুলো অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা পিসিজেএসএসের সদস্যদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে গ্রেফতার, বিচার-বহির্ভুত হত্যা, অস্ত্র গুঁজে দিয়ে আটক, মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। এসব নেতাকর্মীরা মিথ্যা মামলা-হামলার ভয়ে ফেরারি জীবন কাটাচ্ছেন। তারা তো এমন জীবন চাইনি। চেয়েছেন একটি সুষ্ঠ, সুন্দর, নিরাপদ জীবন। যেখানে পরিবার-পরিজন নিয়ে বাকী জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু চুক্তির ২৫ বছরে এসেও ঘর-বাড়ি ছেড়ে মানবেতর পরিবেশে জীবন কাটাতে হচ্ছে।


বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যাগত পিসিজেএসএসের সদস্য ও তাদের পরিবারকে যথাযথ ও সম্মানজনক পুর্নবাসন, মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার এবং প্রত্যাগত সকল সদস্যদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত