বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন

Published: 02 Apr 2023   Sunday   

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর স্মৃতি ধরে রাখতে সম্প্রতি রাঙামাটির বিলাইছড়িতে রাইংখ্যং এ রাজগুরু অগ্রবংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। 
 
রাজগুরু অগ্রবংশ শিশু সদন পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়টি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। পরে বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা কমিটি গঠনের জন্য বিদ্যালয় কক্ষে  এক মত বিনিময় সভার আয়োজন করা  হয়।  সভায় সভাপতিত্ব করেন  রাজগুরু অগ্রবংশ শিশু সদন এর পরিচালক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি  উপজেলা শাখার সভাপতি  আর্য্যলঙ্কার মহাথের। এছাড়াও অন্যান্যদের মধ্যে   উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি শান্তি বিজয় চাকমা প্রমূখ। 
 
 
সভায়  আর্য্যলঙ্কার মহথেরোকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় পরিচালনা  কমিটি গঠন করা হয়।  আগামী বছর (২০২৪) জানুয়ারি  থেকে বিদ্যালয়টির ক্লাস চালু করা হবে । বিদ্যালয়টি সুন্দরভাবে পাঠদান ও পরিচালনার জন্য সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করা হয়। মূলত প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথের ভান্তের স্মৃতি ধরে রাখা জন্য এই নিম্ন মাধ্যমিক ও পরে  মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত