রাঙামাটিতে দুদিন ব্যাপী একুশে বই মেলা শুরু

Published: 20 Feb 2023   Monday   

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে সোমবার থেকে দুদিন ব্যাপী  একুশে বই মেলা শুরু হয়েছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা  মেলার ষ্টল ঘুরে দেখেন। মোট ২১ টি স্টল অংশগ্রহণ করেছে। এছাড়া মুক্তিযুদ্ধের আলোচিত্র প্রদর্শণীর স্টলও রয়েছে।  বই মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগীতারও ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী লোকজনদের সমাগম ঘটেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত