কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু,গুরুত্বর আহত ১

Published: 08 Jan 2023   Sunday   

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাদশা মাঝির টিলা নামক স্থানে বিস্ফোররে ঘটনায় রোববার সন্ধ্যার দিকে বাবা-ছেলের  মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবার নাম ইসলাম মিয়া(৪৫) ও ছেলে রিফাত (০৭)। ঘটনায় নিহত ইসলাম মিয়ার স্ত্রী  সখিনা বেগম(৩৫) গুরুত্বর আহত হয়েছেন।


জানা যায়,কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের হ্রদ সংলগ্ন এলকার বাদশা মাঝির টিলা নামক স্থানে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে দেখতে বাবা-ছেলেসহ তিন জন আহত অবস্থা মাটিতে পড়ে রয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  এতে কর্তব্যরত চিকিৎসক  ইসলাম মিয়া ও  রিফাতকে মৃত ঘোষনা করেন। অপর আহত সখিনা বেগম কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত স্থানটি ঘিরে রেখেছে। বিস্ফোরণে কারণ জানতে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ বিস্ফোরক টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। নিহত ইসলাম মিয়া পেশায় একজন নৌকা মাঝি।


কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় দুইজন বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।


৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দুইজন সদস্য নিহত হয়েছে এবং বাড়ির গৃহবধু একজন সদস্য গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।

কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সেনাবাহিনীর  একটি বিস্ফোরক বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে বিস্তারিত বলা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত