বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ তম বর্ষপূর্তি পালন

Published: 02 Dec 2022   Friday   
no

no

শুক্রবার (২ ডিসেম্বর)  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে বিলাইছড়িতে শান্তির  র‍্যালীর আয়োজন করা হয়েছে। 
 
বিলাইছড়ি সেনাজোন কর্তৃক আয়োজিত র‍্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক বাজার হয়ে যথাস্থানে এসে শেষ করা হয়। র‍্যালী শেষে  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় উপস্থিত ছিলেন  বিলাইছড়ি সেনা জোনের ৩২ বীর উপ- অধিনায়ক  মেজর  জালিস মাহমুদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার  মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ি(রাসেল), ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া ও  ইসহাক মিয়া প্রমূখ।
 
 
এ সময় বক্তারা বলেন, সম্প্রীতি বজায় রাখতে  কেউ যেন পাহাড়ি-বাঙালি শব্দগুলো ব্যবহার না করে, এবং বাংলাদেশী শব্দটি ব্যবহার  করা হয়। এসময় চুক্তির যথাযথ বাস্তবায়ন ও সফলতা কামনা করা হয়। 
 

এদিকে দিনটি উপলক্ষে সেনাজোনের উদ্যোগে   উপজেলা স্টেডিয়ামে  সাধারণ জনগণের মাঝে  চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময়  জোনের মেডিকেল অফিসার ডাঃ ক্যাপ্টেন বিপুল কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আরিফুল ইসলাম ও মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন । চিকিৎসা সেবার পাশাপাশি  ঔষধ পত্র ও প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত