আওয়ামীলীগকে নিশ্চিহৃ করতে চায় আঞ্চলিক দলগুলো-দীপংকর তালুকদারএমপি

Published: 24 Nov 2022   Thursday   

সংসদ নির্বাচন আসলে আঞ্চলিক দলগুলো আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালায়,আওয়ামলীগকে নিশ্চিহৃ  করতে চায় বলে অভিযোগ করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

তিনি বলেন, বিশেষ করে অবৈধ অস্ত্রধারীরা উপজাতীয়দের আওয়ামীলীগ করতে বাঁধা সৃষ্টি করে, অস্ত্র ভয় দেখায় না শোনলে হত্যা করে।


বৃহস্পতিবার রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা মৎস্যজীবিলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সদর উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি সুনয়ন চাকমার সভাপতিত্বে এতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা মৎস্যজীবিলীগের উদয়ন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার কারনে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীরা অনেকটা নিস্ক্রিয় থাকলেও নতুন নতুন সংগঠন জন্ম নিচ্ছে, এসব অবৈধ অস্ত্রধারীদের দমন না করলে পাহাড়ে উন্নয়ন বাধাঁগ্রস্থ হবে। তিনি মতভেদ ভুলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত