লংগদু উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে জুতা পেটার অভিযোগ

Published: 07 Nov 2022   Monday   

 রাঙামাটির লংগদুতে উপজেলা পরিষদ চেয়রম্যান আব্দুল বারেক সরকারের বিরুদ্ধে মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে জুতা দিয়ে পেটানো ও হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার জুতা দিয়ে পেটানো হয় বলে অভিযোগ করেছেন মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন। এ ঘটনার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলটি।


মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন অভিযোগে জানান, হাজাছড়া একজন কর্মী আমাকে জিজ্ঞাস করে তাকে কেন কমিটিকে রাখা হয়নি। তখন আমি তাকে জানিয়েছিলাম উপজেলা চেয়ারম্যান আমাকে নিষেধ করে। এই কথাটি ওনি আবার চেয়ারম্যানকে জানায়। আজ সকালে চেয়ারম্যান আমাকে কোন কথাবর্তা না শুনেই আমাকে হাত দিয়ে কিলঘুশি মারে পরে তার পায়ের জুতা দিয়ে মারতে থাকে। পরে আশেপাশের লোকজন আমাকে রক্ষা করে।


এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরের দিকে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিলটি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাভায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাস চন্দ্র দাশ, সহ-সভাপতি ও সাবেক মাইনীমূখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ও আওয়ামী লীগের সহ-সভাপতি হুসেন আলী, জেলা পরিষদের সদস্য আসমা আক্তারসহ উপজেলা ইউনিয়নের ভিবিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভায় বক্তরা বলেন, উপজেলা চেয়ারম্যান তার লাঠিয়াল বাহিনী মাধ্যমে উপজেলায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। দিন দিন সাধারণ মানুষের উপর নির্যাতন করে যাচ্ছেন। লাঠিয়াল বাহিনীর ভয়ে কেউ তার প্রতিবাদ করতে চায় না। উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার কর্তৃক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল এর উপর  হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এই ঘটনায় লংগদু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


এদিকে, মারধরের বিষয়টি স্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক সরকার বলেন, দলীয় কর্মীকে বাদ দেওয়ার কথা বলেছি এটি মিথ্যা অভিযোগ। আমি এখন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বে নেই, সেখানে আমি এ কথাটি বলবো কিভাবে। এ বিষয়টি জিজ্ঞেস করতে গেলে বেলাল আমার সাথে  উচ্ছস্বরে কথা বলেন। পরে আমি তাকে দুটি থাপ্পড় দিয়েছি। বারেক সরকারের অভিযোগ করেন, হামলার সময় বেল্লাল হোসেনের সাথে থাকা লোকজন তার ২ লাখ ৯৩ টাকা ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে।


উল্লেখ্য, গেল ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের পক্ষে অবস্থান নেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে আব্দুল বারেক সরকারকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত