রাঙামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মীর আবু তৌহিদ,পিবিএম

Published: 19 Sep 2022   Monday   

রাঙামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার)  রাঙামাটিবাসীর উন্নয়ন ও নিরাপত্তার জন্য পুলিশ বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রাঙামাটি জেলায় মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে  জিরো ট্রলারেঞ্জ। দেশের প্রচলিত আইন অনুসারে তাদের বিরুদ্ধে অবস্থান রাখতে চাই। 

 

তিনি আরো বলেন, বর্তমানে সারা বিশ্ব প্রযুক্তির উপর নির্ভর। প্রযুক্তি ব্যবহার করে  পুলিশিংকে আমরা আরও উন্নতি ঘটাতে চাই। বিশেষ করে ভার্চুয়াল সিকিউরিটিগুলো আমরা  নিরাপদ রাখতে চাই।  নারীদের জন্য জেলা পুলিশের সেল করে সাইবার অপরাধজনিত ঘটনায় ভিকটিমকে সহায়তা দেওয়া হবে। কারণ ভার্চুয়ালি নারীরাই বেশি ভিকটিম হয়। তাই নারীরা সাইবারের ভিকটিম হলে আমরা তাদের সহায়তা করা হবে। 

 

সোমবার পুলিশ সুপার কার্যালয় সন্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এ কথা বলেন। 

 

মতবিনিময় সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মারুফ আহমেদসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরারা ছাড়াও  বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার আরো বলেন, রাঙামাটি শহরের মোটর-সাইকেল, সিএনজি অটোরিকশা চলাচলে  বিশৃঙ্খলা রয়েছে তা শৃংখলায় নিয়ে আনতে কাজ করা হবে। রাঙামাটি পর্যটনের অন্যতম জায়গা, পর্যটকদের নিরাপত্তায় আলাদা স্পেশাল ব্রাঞ্চ রয়েছে। আমরা জেলা পুলিশও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত রাখতে চাই। পর্যটকরা এসে যেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

 

তিনি, সাংবাদিকদের সাথে পুলিশের মধ্যে ভালো সম্পর্ক  বজায় রাখতে যা যা করার তাই করে যাবেন এবং জনগনের আর রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয় তাই সহায়তা করার আশ্বাস দেন।  

 

জানা গেছে, নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মীর সরোয়ার উদ্দীনের ছেলে। তিনি বিসিএস ২৫তম ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে চাকরিতে যোগ দেন।  সাহসিকতা ও সেবা’য় পরপর দু বছর তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) অর্জন করেন।  তিনি  ১৯৯৫ সালে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৭ সালে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০২ সালে সম্মান ও ২০০৩ সালে মাস্টার্স সমাপ্ত করেন।  তিনি  ২০২০ সালে পুলিশ সদর দফতরে সহকারী পুলিশ মহাপরিদর্শক দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পুলিশ সদর দফতরে পুলিশ সুপার (এসপি) হিসেবে এলআইসি বিভাগে দায়িত্ব পালন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত