১৮ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে

Published: 10 Aug 2022   Wednesday   

আগামী ১৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপনন বিষয় সংক্রান্ত এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

 

উল্লেখ্য, গেল ১লা মে থেকে হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে তিন মাসের জন্য হ্রদের মাছ শিকার ও বিপননের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সর্বশেষ গেল ২৮ জুলাই হ্রদে পানি না বাড়ায় আরো ১৭ দিনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখে স্থানীয় প্রশাসন। এ হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে প্রায় ২৫ হাজার জেলে পরিবার।


বৈঠক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙামাটি নদীউপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা লিপন মিয়া, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, আব্দুর শুক্কুর, হারুন, মজিদ, মান্না সওদাগর প্রমুখ।


জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১৮ আগস্ট থেকেই কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপনন শুরুর সিদ্ধান্ত হয়েছে। হ্রদে বর্তমানে পানির উচ্চতা পরিমাণ ৯৬ এমএসএল (মেইন সি লেভেল) রয়েছে। যদিও ১০২ এমএসএল হলে হ্রদে আহরণ শুরু হতো। সামনের কদিনে বৃষ্টিপাত হলে হ্রদে পানি বাড়বে বলে আশা করছি।


বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, ১৮ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হচ্ছে। হ্রদে পানির পরিমাণ কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে। গত ২৮ জুলাইয়ের বৈঠকের সময় হ্রদে পানির উচ্চতা ছিল তখন ৯০ এমএসএলের মতো,বর্তমানে দাঁড়িয়েছে ৯৬ এমএসএলে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হ্রদে মৎস্য আহরণ ও বিপনন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত