রাঙামাটিতে অটোরিক্সা ভাড়া পুণ নির্ধারণ, যানচলাচল শুরু

Published: 08 Aug 2022   Monday   

রাঙামাটি জেলা প্রশাসনের ভাড়া পুণ নির্ধারণ হওয়ার পর গতকাল রোববার দুপুর থেকে শহরে সিএনজি অটোরিক্সা চলাচল শুরু হয়েছে।


তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া পুণ নির্ধারণের জন্য গেল শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত রাঙামাটি শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয় চালকরা। শহরের যাতায়াতের একমাত্র বাহনটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুল শিক্ষার্থী ও অফিসগামী লোকজন সাধারন মানুষের দুর্ভোগ পড়েন।


এদিকে, অটোরিক্সার ভাড়া পূনঃনির্ধারনে রোববার সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন সন্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এতে রাঙামাটি পৌর চেয়ারম্যান আকবর হোসেন চৌধুরী, পুলিশের রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, বিআরটিসির রাঙামাটির উপ পরিচালক আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


বৈঠকে জেলা প্রশাসক শহরের অভ্যন্তরীণ একমাত্র পরিবহণ অটোরিক্সা সিএনজির ভাড়া নির্ধারণ করে দেন। এতে অটো রিক্সা ভাড়ার ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত