রাঙামাটি রাজ বন বিহারে বন্দুকভাঙ্গাবাসীর সার্বজনীন ২২তম মহাসংঘদান

Published: 05 Aug 2022   Friday   

শুক্রার রাঙামাটি রাজ বন বিহারে বন্দুকভাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সার্বজনীন ২২তম মহাসংঘদান অনুষ্ঠানের আয়োজন করেছে।


রাঙামাটির রাজবন বিহারে বন্দুক ভাঙ্গা ইউনিয়নে বসবাসরত এলাকাবাসী ও বন্দুকভাঙ্গা মহাসংঘদান সার্বজনীন পরিচালনা কমিটি উদ্যোগে আয়োজিত মহাসংঘদানানুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারে বিহার অধ্যক্ষ ও ভিক্ষু সংঘের প্রধান ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু ভদন্ত সমুন মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবিরসহ অন্যান্য প্রমূখ ভিক্ষু। এসময় রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু সৌরজগৎ মহাস্থবির ও বোধিপুর বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জিনবোধি মহাস্থবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকমা রাজ পরিবারের সদস্য চাঁদ রায়। আরো বক্তব্য রাখেন ৫ নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন্দুক ভাঙ্গা মহা সংঘদান সার্বজনীন পরিচালনা কমিটির সভাপতি অমর চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন বন্দুক ভাঙা সার্বজনীন মহাসংঘদান কমিটির সাধারণ সম্পাদক উদয়ন চাকমা। পঞ্চশীল পাঠ করেন সিদ্ধার্থ চাকমা। অন্যান্যদের মধ্য ৫ নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশ^নী কুমার চাকমা ও সাবেক চেয়ারম্যান বরুন কান্তি চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এর আগে বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, পঞ্চশীল প্রার্থনা, উৎসর্গ ও পিন্ডদানসহ নানাবিধ দান করা হয়। পরে পূণ্যার্থীরা বনভান্তের প্রতিবিম্বে ফুলের তোড়া দিয়ে মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তেকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সারা বিশ্বে শান্তি ও মঙ্গল প্রার্থনায় বিশেষ প্রার্থনা পাঠ ও ৫মিনিট নিরবতা শ্রবণ (ভাবনা) করা হয়।


অনুষ্ঠানে বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা জানান, প্রতিবছর বন্দুকভাঙ্গা ইউনিয়নে বসবাসরত সকল পেশা শ্রেণির মানুষ রাজবন বিহারে সমবেত হয় এ উদ্যোগ নেওয়ার ফলে। যার কারণে প্রতিবছর চেষ্টা করা হয় এ অনুষ্ঠানটির ধারাবাহিকতা বজায় রাখতে। শুধু পুণ্যানুষ্ঠান নয়। এ অনুষ্ঠানটি বন্দুকভাঙ্গা এলাকাবাসীদের এক ধরনের মিলন মেলাও বটে।’


ধর্ম দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা বলেন,‘মানুষের মনকে পবিত্র রাখতে একটি মানুষের পঞ্চশীল পালন করতে হবে। পাশাপাশি বিহারে গিয়ে বিহার পরিস্কার ও বিহারের কাজ করতে হবে। তখন নিজেকে পুণ্যবান বলে মনে হবে। শুধু তাই নয়, ধর্মীয় শিক্ষার পাশাপাশি পরিবারের সন্তানদের সৎ শিক্ষা ও সৎ পরামর্শ দিতে হবে। কেননা পরিবার থেকেই শিশুরা সবকিছু শিখে বড় হয়।’
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত