রাবিপ্রবির জিএসটি গুভছভুক্তি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 30 Jul 2022   Saturday   

শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) তত্ত্বাবধানে  জিএসটি গুভছভুক্তিএ  ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা  নেওয়া হয়।       

 

শহরের রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ক ইউনিটের ভর্তি পরীায় সর্বমোট ৫ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী র মধ্যে ৪ হাজার ৯০০ জন উপস্থিত ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার এবং রাবিপ্রবি’র জিএসটি ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।  


এদিকে, ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা কর্মীরা পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও মাস্ক, সুপেয় পানি এবং বিভিন্ন তথ্য দিয়ে হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা করে।

 

এ  ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক,স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর ইউনিট এ (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে । আগামী ১৩ আগস্ট ২০২২  বি ইউনিট এবং ২০ আগস্ট ২০২২  সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত