মহালছড়িতে ইউএনও অপসারণের দাবিতে সকাল-সন্ধ্যা দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

Published: 20 Jul 2022   Wednesday   

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়দা আক্তারকে প্রত্যাহারের দাবীতে বুধবার থেকে মহালছড়ি বাজারে সব ধরণের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আকস্মিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।
 
জানা গেছে,পাহাড়ের মাটি কেটে দোকান ভরাট করায়  মঙ্গলবার বিকালে মহালছড়ি বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়দা আক্তার। এতে অনাদায়ে তাকে ৭দিনের  কারাদন্ড দেন।
 
এদিকে ঘটনার প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবী জানিয়ে বুধবার সকাল থেকে  মহালছড়ি বাজারের  সকল প্রকার দোকানপাট বন্ধ করে দেন।  এতে করে ফার্মেসী  দোকান থেকে সকল দোকানপাট বন্ধ থাকায় সাধারন মানুষ বিপাকে পড়েছন। 
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  কয়েকবার  মুঠোফোনে করেও তিনি কল রিসিভ করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত