মহালছড়িতে ঘরবাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় তিন সংগঠনের নিন্দা

Published: 05 Jul 2022   Tuesday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়সেন পাড়া এলাকায়  পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিন সংগঠন।

 
মঙ্গলবার গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


প্রেস বার্তায় উক্ত ঘটনায় প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে মাইসছড়ির জয়সেন পাড়া থেকে ২ শতাধিক সেটলার বাঙালি সংঘবদ্ধ হয়ে পাহাড়িদের ঘরবাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায়। এতে অন্তত ৩৭টি ঘর ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারী পাহাড়িদের ব্যবহৃত হাড়ি-পাতিল, কাপড়-চোপড়সহ সকল জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় সেটলারদের হামলায় অন্তত দুইজন পাহাড়ি আহত হয়।
 
প্রেস বার্তায়  মহালছড়ির জয়সেন পাড়ায় পাহাড়িদের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত  হামলাকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্ত পাহাড়িদের যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সু-চিকিৎসা এবং ভূমি বেদখল বন্ধ করে পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহŸান জানানো হয়েছে।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত