রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহী সাইবার ট্রাইব্যুনাল মামলায় গ্রেফতার

Published: 07 Jun 2022   Tuesday   

দৈনিক কালের কণ্ঠের রাঙামাটি প্রতিনিধি ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে  মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল মামলায় গ্রেফতার  করেছে পুলিশ।

 

রাঙামাটির কোতোয়ালি থানা ওসি কবির হোসেন জানান, সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। মামলার প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং- ২৮/২১। তবে মামলার বাদী কে তিনি নিশ্চিত  করতে পারেননি। এ মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার সকালে আদালতে তোলা হবে। ফজলে এলাহীকে গ্রেফতারের পর থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

 

এদিকে প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাঙামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙামাটি সাংবাদিক সমিতি। গণমাধ্যমে প্রেরিত  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  হয়রানিমূলক মামলার মধ্য দিয়ে দেশে সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতি, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছে। বিজ্ঞপ্তিতে অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীর মুক্তি দাবি জানানো হয়েছে।

 

অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ফজলে এলাহীর মুক্তি দাবি করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি। ফজলে এলাহীর মুক্তির দাবীতে বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে রাঙামাটি সাংবাদিক সমাজ প্রতিবাদ কর্মসূচি ডেকেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত