বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার উদ্যোগে রোববার রাঙামাটির কাউখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘একটাই পৃথিবী’ প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’।
কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএসআইডি’র অর্থায়নে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কা্উখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। আশিকা এনজিওর প্রোগ্রাম ম্যানেজার বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কা্উখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক। এসময় কা্উখালী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে কা্উখালী উপজেলা চত্বরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
উল্লেখ্য, ৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর (ইউএনইপি)এর উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের একশ’টিরও বেশি দেশে এই দিনটিতে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.