বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ ও কাউন্সিল পদে ৩২ জন মনোনয়ন পত্র দাখিল

Published: 18 May 2022   Wednesday   

আসন্ন রাঙামাটির বাঘাইছড়ি  পৌরসভা নির্বাচনে মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীসহ ৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন  প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  নতুন নির্বাচন কমিশন অধীনে আগামী ১৫ জুন এই পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


জানা গেছে, নতুন নির্বাচন কমিশনের অধীনে তফশীল  ঘোষনা অনুযায়ী মঙ্গলবার ছিল মেয়র ও সাধারন কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আগামী ১৯ মে মনোনয়ন পত্র বাছাই, ২০ ও ২২ মে আপিল দায়ের,  আগামী ২৩  ও ৫ মে আপিল নিষ্পত্তি, ২৬ মে মনোনয়ন  প্রত্যাহার এবং ২৭ মে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।  তাই নির্বাচন কমিশনের তফশিল ঘোষনা অনুযায়ী গতকাল বাঘাইছড়ি পৌর সভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি জমির হোসেন জমির তার কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাগরিক পরিষদের ব্যানারে ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং অপর স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও  মারিশ্যা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ যে যার সমর্থকদের নিয়ে মনোনয়পত্র দাখিল করেছন।

 

এছাড়া সাধারণ কাউন্সিল পদে মনোনয়পত্র দাখিল করেছেন তারা হলেন ১ নং ওর্য়াডে মোঃ হাফেজ আহমদ ও মোঃ হোসেন, ২ নং ওয়ার্ডে, মোঃ ওবায়দুল হক, জয়নাল আবেদীন বুলু, ওমর ফারুক, বদিউজ্জামাল বধু, মোঃ হাকিম আলী,  ৩ নং ওয়ার্ডে মোঃ বাহার উদ্দিন সরকার,  মোঃ জসিম উদ্দিন, ৪ নং ওয়ার্ডে মোঃ নুরুল আলম, সঞ্চয় ধর, ইশতিয়াক, ৫ নং ওয়ার্ডে হাজি আবদুল শুক্কুর মিয়া,  ত্রিদিব দাশ,  শহিদুল ইসলাম মিঠু, ৬ নং ওয়ার্ডে মোঃ নুর উদ্দিন রাজু, আবদুল আজিজ, মোঃ ইউছুফ নবী, ৭ নং ওয়ার্ডে মোঃ পারভেছ আলী, মোঃ সিরাজ উদ্দিন, ৮ নং ওয়ার্ডে জেএসএস এমএনলারমা সমর্থিত  প্রার্থী রুবেল চাকমা ও ৯ নং ওয়ার্ডের  রিটেল চাকমা রিকু  নুরুল হক তালুকদার। এছাড়া ১,২,৩ নং ওয়ার্ডের সংরতি মহিলা কাউন্সিলর আমেনা বেগম ও নিউ আমেনা বেগম, ৪,৫,৬ ওয়ার্ডের আয়েশা বেগম এবং ৭,৮,৯ ওয়ার্ডের  শামিমা আক্তার, চঞ্চলা চাকমা মনোনয়নপত্র দাখিল করেছেন।


এদিকে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়র প্রার্থী হিসেবে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা  মনোনয়ন পত্র দাখিল করলেও তাকে জেলা বিএনপির থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পদত্যাগ করে নির্বাচন করতে। তিনি পদত্যাগ না করলে  কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন করছি না।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা জানান, রাঘাইছড়ি পৌর সভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত