রাঙামাটিতে চোলাই মদসহ ২ জনকে আটক

Published: 06 Mar 2022   Sunday   

রোববার রাঙামাটির কাউখালী উপজেলার গোদার পাড় এলাকায় পাচারকালে চোলাই মদসহ  দুই মাদক ব্যবসায়ীকে  আটক করেছে পুলিশ।


জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে  রোববার কাউখালী উপজলোর বেতবুনিয়া ইউনিয়নের গোদারপাড় রাবার বাগান চেক পোষ্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় দুই যুবকের ব্যাগের তল্লাশী চালিয়ে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার চাম্পা পাড়া এলাকার ভালুক চাকমা (৩৮) ও  একই উপজেলার উদয়ন চাকমা (৩৪)। তাদের কাউখলী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে তোলার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত