সাজেকে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

Published: 04 Mar 2022   Friday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচলং সড়কের আট মাইল এলাকায় শুক্রবার সকালে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ধন মনি চাকমা(৩০)।


জানা গেছে, শুক্রবার সকালের দিকে সাজেকে সড়কের কাজে নিয়োজিত ট্রাক(চট্ট-মেট্রো ট-১১৯৮১১) মাচলং দিক ফেয়ার পথে আট মাইল এলাকায় ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনাস্থলে ধন মনি চাকমা নিহত হন। নিহত ব্যক্তির বাড়ী বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৬ নং  ওযার্ডের ব্রীজ পাড়ার শান্তি রঞ্জন চাকমার ছেলে।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আলম সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআার.  

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত