বিলাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Published: 21 Feb 2022   Monday   

রাঙামাটির বিলাইছড়িতেও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
 
দিবসটি উপলক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে  এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শারমিন খন্দকার এবং  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্য প্রিয় বড়ুয়া প্রমূখ।
 
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও  ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে মধ্যরাত ১২ টা ১ মিনিটে ভাষা শহিদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসন, বিভিন্ন  রাজনৈতিক দল  ও সরকারি - বেসরকারি সংঘঠনের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত