খাগড়াছড়ি ভাইবোনছড়ায় এলজিএসপি’র প্রকল্পের কাজ পরিদর্শন

Published: 13 Jun 2021   Sunday   

খাগড়াছড়ি সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের এলজিএসপি-৩ প্রকল্পের সমাপ্তকরণ কাজ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের এলজিএপি-৩ প্রকল্পের ফ্যাসিলিটেটর অরুনদর্শী চাকমা।

 

রোববার সকালে তিনি ৫নং ভাইবোনছড়া কলেজের দুইকক্ষ বিশিষ্ট ল্যাট্রিন নির্মাণ, পানির ট্যাংক ও পাম্প স্থাপন,  কুমারধন পাড়া কৃষকদের কৃষি সেচের সুবিধার্থে সেচ ড্রেন নির্মাণ ও বানছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ নির্মান এর কাজ পরির্দশন করেন।

 

প্রকল্প গুলোর কাজের মান নিয়ে ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন ২০-২১ অর্থবছরে এলজিএসপি-৩ থেকে বরাদ্দ দেয়া ৫ টি প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কাজের গুনগতমান ঠিক রেখে প্রকল্পগুলোর কাজ শেষ করেছেন বলে জানান তিনি। তিনি আশা করেন তার কাজের গুনগতমান দেখে এলজিএসপি থেকে সামনের অর্থবছরে জনস্বার্থে আরো বেশি পাবেন।

 

প্রকল্প গুলো পরিদর্শন কালে এলজিএপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অরুনদর্শী চাকমা বলেন, এলজিএসপি সরকারের এমন একটি প্রকল্প যে কাজের কোন ফাঁকি দেয়ার সুযোগ নেই। এই প্রকল্পের গুলো কাজ শতভাগ নিশ্চিত করা হয়।  তবে এলজিএসপি থেকে আমি পরিদর্শন করলেও  কাজগুলো শতভাগ বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ।  খাগড়াছড়ি সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নে ৫ টি প্রকল্পের কাজ শেষ করেছে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ। প্রকল্প গুলোর কাজের মান নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

 

প্রকল্প পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া কলেজের অধ্যক্ষ চন্দন ত্রিপুরা, ৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ৫ নং ওয়ার্ডের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা ও ইউনিয়ন পরিষদ সচিব রত্না চাকমা।।

 

হিলবিডি২৪/সম্পাদনা/সি,আর

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত