রাঙমাটিতে হিলর ভালাদী ও হিলর প্রোডাকশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Published: 06 Jan 2021   Wednesday   

বুধবার রাঙামাটিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিলর ভালাদী ও হিলর প্রোডাকশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিলর ভালাদীর উপদেষ্টা ও সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা। এতে সন্মানিত অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা, ঝর্না খীসা, প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম ও সাংবাদিক হিমেল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও পারমিতা চাকমা।


অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেট কাটেন ও চাকমা গানের অ্যালবাম দ্বি চোগের স্ববন এর মোড়ক উম্মোচন করেন। অ্যালবামটির তিনটি গানের কথা ও সুর করেছেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা। এতে কন্ঠ দিয়েছেন স্থানীয় সংগীত শিল্পী লক্ষী দেবী চাকমা ও পূর্ন্য শংকর চাকমা। অনুষ্ঠানে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমাকে উদ্বোধক হিসেবে স্মারক সম্মাননা, সুশীল প্রসাদ চাকমাকে বছরের সেরা নাট্যকার-২০২০ সম্মাননা, পারমিতা চাকমাকে সেরা সংগঠক-২০২০ সম্মাননা, নমিতা চাকমাকে সেরা অভিনয়-২০২০ সম্মাননা এবং এলিন চাকমাকে সেরা নৃত্য শিক্ষক-২০২০ সম্মননা প্রদান করা হয়েছে।


এর আগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। র‌্যালীটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙামাটি একটি আদর্শ সাংস্কৃতিক অঞ্চল। এখানে ১২টি জন গোষ্ঠীর আলাদা আলাদ সংস্কৃতি রয়েছে। যার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ বিদেশের পর্যটকদের আরো বেশি আকৃষ্ট করা সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত