বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে পল্লী চিকিৎসক নিহত

Published: 10 Oct 2020   Saturday   

বান্দরবান সদর উপজেলা জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে জামছড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে জামছড়ি বাজার এলাকায়  অজ্ঞাত  দুইজন লোক যায়।  কোনো কিছু বুঝে উঠার আগে সন্ত্রাসীরা পল্লী চিকিৎসক বাচমং মার্মাকে (৪৫) লক্ষ্য করে গুলি করে। ওই সময়ে তিনি তার দোকানের পাশে আরেকটি দোকানে কথা বলছিলেন।  এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ঘটনার পর পর সন্ত্রাসীরা নিহতের মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

 

পরিবারের সূত্রে জানা গেছে, নিহত বাচমং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক ছিলেন। এক সময় ওই এলাকায় সামাজিক কোনো বিচার-আচার হলে তিনি কাগজে লিখিত কাজটা করতেন।

 

সদর থানা ওসি শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা প্রায় ছয়টার দিকে জামছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় একজন নিহত হয়েছে। কারা তাকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত