খাগড়াছড়িতে নারী নির্যাতনের প্রতিবাদ ফাঁসির বিধান রেখে দ্রুত মামলা নিষ্পত্তির দাবী

Published: 10 Oct 2020   Saturday   

 

 

 

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

 শনিবার সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে সুশাসনের জন্য নাগরিক-সুজন খাগড়াছড়ি শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুশীল সমাজ, সামাজিক- সাংস্কৃতিক  সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুজন এর খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মদ, সদস্য মুহাম্মদ আবু দাউদ।

 

মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন দমন  আইন সরকারের বিশেষ নজরদারি দেওয়ার দাবী জানান। একই সাথে সর্বোচ্চ শাস্তি মত্যুদন্ড বিধান রেখে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি ও মামলার রায় কার্যকরের দাবীও জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত