রাজস্থলীতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে মাছ ব্যবসায়ী নিহত

Published: 05 Oct 2020   Monday   

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাজার এলাকায় সোমবার দুুপুর পৌনে ২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দীন রিপন(২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।


পুলিশ ও স্থাণীয় লোকজন জানায়, সোমবার দুপুরের পৌনে ২টার দিকে রাজস্থলী সদর উপজেলার বাজারের ঢুকার মুখে নিজ বাড়ীতে নিহত জামাল উদ্দীন রিপন জামাল অবস্থান করছিলেন। এসময় অকস্মিক একদল দুর্বৃত্ত বাড়ীতে গিয়ে তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার। এতে তিনি সাথে মাটিতে পড়ে যান। এসময় এলাকার লোকজন ও পুলিশ ঘটনাটি জানতে তাঃক্ষনিকভাবে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রকাশ্য দিন দুপুরে এ ধরনের ঘটনায় এলাকার লোকজনদের আতংক দেখা দিয়েছে। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এদিকে একটি সূত্র জানায়, নিহত জামাল উদ্দীনের বড় ভাই সারোয়ার আলম দিকন স্থানীয় মগ লিবারেশন পার্টি(এমএলপি) নামের একটি অস্ত্রধারী সংগঠনের হয়ে এলাকায় চাদাঁ তোলার কাজ করতেন। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ভুলে নিহত জামাল উদ্দীনকে তার বড় ভাই সারোয়ার আলম দিকন  মনে করে ব্রাশ ফায়ার করে হত্যা করে।


রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমেদ খান জানান, সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে জামাল উদ্দীন রিপন নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত