রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন

Published: 17 Sep 2020   Thursday   
no

no

বুধবার রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা  থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা  থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেন  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।  জেলা সিভিল সার্জন বিপাশ খীসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা,পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহসিন, সহকারি প্রকৌশলী মেহেদি হাসান প্রমুখ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে রাঙামাটির দুর্গম প্রতিটি উপজেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতাল স্থাপন করা হবে বলে জানান দীপংকর তালুকদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উপজেলাগুলোতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নতির পরিকল্পনা নিয়েছেন।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। অন্যান্য উন্নয়নের পাশাপাশি  বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে জনগনের দোড়গড়ায় পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এরই অংশ হিসেবে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ বিশিষ্ট শয্যা থেকে ৫০ বিশিষ্ট শয্যায় উন্নীতকরণের মাধ্যমে এই নতুন ভবনটি নির্মাণ করা হলো। যাতে করে সাধারন জনগন যেন স্বাস্থ্য সেবা পান। তিনি আরও বলেন,  বিগত সময়ে এই উপজেলায় বিদ্যুৎ সংযোগসহ, রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান, এবং সাম্প্রতিক সময়ে এই উপজেলাসহ তিন পার্বত্য জেলার প্রাইমারী বেসরকারি শিক্ষকদের কে সরকারী করন করা হয়েছে। তাই উন্নয়ন হলো চলমান প্রক্রিয়া। তিনি উন্নয়নের জন্য সবাইকে এক সাথে কাজ করার জন্য আহবান জানান। 

 

উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৬ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত