লংগদুর পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যা দিবস পালন

Published: 09 Sep 2020   Wednesday   

রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩৫ কাঠুরিয়া হত্যা দিবস উপলক্ষে বুধবার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহা সচিব আলমগীর কবির।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নাদিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।

 

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ২৪ বছর পরও পাকুয়াখালী গণহত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে শোক সভায় বক্তরা বলেন, পাহাড়ে যতদিন অবৈধ অস্ত্র থাকবে, ততদিন এখানে পাহাড়ি বাঙালি কেউ নিরাপদ নয়। পাহাড় থেকে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারসহ অবিলম্বে সরকার যদি এসব আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ না করে পার্বত্যবাসি আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত