রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে এক জন নিহত

Published: 09 Sep 2020   Wednesday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাবার বাগান এলাকায় দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমা(৪৫) নামের একজন বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। গেল মঙ্গলবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি একজন চা দোকানী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় গেল মঙ্গলবার রাত দশটার দিকে সুরেশ কুমার চাকমা তার  চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে গিয়ে খুব কাছ থেকে সুরেশ কুমার চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্বৃত্তরা সুরেশ কুমার চাকমার মৃত্য নিশ্চিত হওয়ার পর এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়ার পর তার মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ী শিয়াল্যা পাড়ায় নিয়ে যায়। তার বাড়ী ঘিলাছড়ির শিয়াল্যা পাড়া এলাকায়। ধারনা করা হচ্ছে দাবীকৃত চাদা না দেওয়ার  কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। গতকাল বুধবার সকালের দিকে পুলিশ লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির হোসেন সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এ হতাকান্ডের ব্যাপারে এখনো থানায় কেউই অভিযোগ দায়ের করতে আসেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত