লামায় বন্য হাতির আক্রমনে এক নারীর মৃত্যু

Published: 01 Sep 2020   Tuesday   

লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে । নিহত ওই মহিলা আশফিয়া বেগম ( ৬০ ) সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী ।


হাতির পালটি এসময় নিহতের বসতবাড়ি ভাংচুর করে । মঙ্গলবার  রাত ৪. ২০টার দিকে এই ঘটনা ঘটে ।


ভােরে রাতে লােকজন নামাজ পড়তে উঠলে তালুকদারের বসতবাড়ি ভাংচুর করা দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধ নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে ।



ঘটনাস্থলে প্রত্যেক্ষদর্শী মােঃ নাজিম উদ্দীন জানিয়েছেন , সারারাত আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতি হামলা চালায় । এলাকায় অনেকে ফসলের ক্ষেত , বাগান ও বসতবাড়ি ভাংচুর ও ক্ষতি করে । রাতে কোন এক সময় ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার জনৈক সাহেব আলী তালুকদারের বাড়িতে রাতে বন্য হাতি হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর করে এবং তালুকদারের স্ত্রীতে হত্যা করে । ভােরে নামাজ পড়তে উঠলে লােকজন বসতবাড়ি ভাংচুর দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে । ঘটনাস্থলে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে ।


বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরই ইউপি চেয়ারম্যান মােঃ ফরিদ উল আলম বলেন , কয়েকদিন যাবৎ বন্য হাতির পালটি এলাকায় তান্ডব চালাচ্ছে । অনেকের বসতবাড়ি ও ফসলের ক্ষতি করেছে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত