বরকলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ

Published: 26 Jul 2020   Sunday   

রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদের থেকে রোববার বরকল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জামাদি বিতরণা করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে এসব সামগ্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন।

 

এসময় রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা,বরকল উপজেলার বরকল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইন্দুমনি চাকমা, সুভলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উতঙ্গমনি চাকমা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে হারমোনিয়াম, তবলা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও জার্সী বিতরণ করা হয়।

 

বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দেশ বিদেশে এ জেলার অনেক সুনাম রয়েছে। এ সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে লক্ষ্য রেখেই এ সামগ্রীগুলো প্রদান করা হচ্ছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত