করোনায় রাঙামাটিতে নতুন করে আক্রান্ত ২৬জন, মোট আক্রান্ত ৪৯৫জন

Published: 17 Jul 2020   Friday   

করোনায় আক্রান্ত রাঙামাটিতে গেল ২৪ ঘন্টায় আরো নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্ত হলেন ৪৯৫জন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, শুক্রবার চট্টগ্রামের সিভাসু ল্যাব থেকে ৬৩টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ২৬ জনের পজিটিভ এসেছে। পজিটিভ আসা এলাকাগুলো হলো রাঙামাটি সদরে রয়েছেন ২০ জন, জুরাছড়িতে ২জন, কাপ্তাইয়ে ২জন, বরকলে ১ জন ও রাজস্থলীতে ১জন রয়েছেন। রাঙামাটি সদরে আক্রান্তদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান রয়েছেন। এ নিয়ে রাঙামাটিতে ৪৯৫ জনের দাড়িয়েছে। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৮জন। এ পর্ষন্ত ২৫৯৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৪৯৫জনের ফলাফল পজিটিভ এসেছে।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গেল ১৪ জুলাই শহরের রিজার্ভ বাজারে এক মহিলা মৃত্যুবরণ করেছেন। তার নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। এই নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত