ভূমি বেদখলের প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

Published: 10 Jul 2020   Friday   

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে এবং বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

 

গণতান্ত্রিক যুব ফোরমের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার স্বাক্ষরিত একবিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় সকাল ১০টায় মিছিল শুরু হয়ে পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে অতিবৃষ্টি হওয়ায় কারণে তিন সংগঠনের পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সমর চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও সরকার পাহাড়ি উচ্ছেদের নীলনক্সার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলে মেতে উঠেছে। একদিকে সেটলার বাঙালিদের দিয়ে ভূমি বেদখল করা হচ্ছে, অপরদিকে নামে বেনামে বিভিন্ন কোম্পানি ভূমি দস্যুদের দিয়ে পাহাড়ে ভূমি বেদখল অব্যাহত রেখেছে।

 

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণকে বিভক্ত করে সরকার একদিকে জাতিগত দমন-পীড়ন জোরদার করেছে, অপরদিকে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে প্রত্যক্ষ মদদ দিয়ে অরাজক পরিস্থিতি জিইয়ে রেখে ভূমি বেদখলসহ পাহাড়িদের অস্তিত্ব ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

 

সমাবেশ থেকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করা, বেদখলকৃত ভূমি ফেরত দেয়া ও পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতির দাবি জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত