বরকলে উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিভিন্ন পাড়া কেন্দ্রে চারাগাছ বিতরণ

Published: 08 Jul 2020   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলায় পার্বত্য উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে   বিভিন্ন পাড়া কেন্দ্রে চারাগাছ(ফলজ) বিতরণ করা হয়েছে।

 

প্রতিটি পাড়া কেন্দ্রে ২৫টি করে মোট ১শত ৫৯টি পাড়া কেন্দ্রে ৩হাজার ৯শ ৭৫টি চারাগাছ(ফলজ)  বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।        

 

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের বোটঘাটে  পাড়াকর্মীদের এসব চারাগাছ  বিতরণ করেন বরকল উপজেলা উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক চিচিমনি চাকমা  ।  

 

চারা বিতরণ তালিকার মধ্যে অামগাছ,জাম,অামলকি,তেঁতুল,বেল,লেবু, পেয়ারা নীম,জাম্বুরা সহ বিভিন্ন প্রজাতের চারাগাছ  রয়েছে।

 

এসময় উপজেলা উন্নয়ন বোর্ডের সহকারী ব্যবস্থাপক  তিমির বরন চাকমা,দীমান দেওয়ান ও বাস্কর চাকমা সহ উন্নয়ন বোর্ডের  কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন এলাকার পাড়াকর্মী,মাঠসংগঠকরা  উপস্থিত ছিলেন ।   

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

      

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত