বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ বিষয়ে সভা অনুষ্ঠিত

Published: 28 Jun 2020   Sunday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক লক্ষ পঁচিশ হাজার গাছের চারা রোপণের বিষয়ে রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে  এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে  এই গাছের চারা রোপণ করা হবে।  জেলা  পরিষদ সভা কক্ষে  সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য সান্তনা চাকমা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় বলা হয়, রাঙামাটি জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০ করে চারা রোপন করা হবে। চারা রোপন এবং প্রয়োজনীয় সংরক্ষণের ব্যয় পরিষদ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এ চারা রোপন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত