রাঙামাটিতে করোনায় ১জন চিকিৎসকসহ আরো ১৭ জন আক্রান্ত

Published: 20 May 2020   Wednesday   

রাঙামাটিতে করোনা ভাইরাসে বেসরকারী ক্লিনিকের ১ জন চিকিৎসক, ২ জন নার্সসহ আরো নতুন করে ১৭ জনের শরীরে পজিটিভ পা্ওয়া গেছে। গেল মঙ্গলবার রাতে  চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ^বিদ্যালয়(সিবাসু) ল্যাব থেকে এই ১৭ জনের পজিটিভ পাওয়ার কথা নিশ্চিত করেছে। এই নিয়ে রাঙামাটিতে বর্তমানে করোনায় আক্রান্ত ৪৩ সংখ্যায় দাড়ালো।


রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান,বেসরকারী ক্লিনিকের  ১জন চিকিৎসকসহ রাঙামাটিতে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের পজিটিভ এসেছে বলে মঙ্গলবার রাতে সিবাসু ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তরা সবাই রাঙামাটি শহরের বাসিন্দা। এর মধ্যে থেকে ১জন বেসরকারী  ক্লিনিকের চিকিৎসক, রাঙামাটি জেনারেল হাসপাতালের ২ জন নার্স, ৩জন রাঙামাটি জেনারেল হাসপাতালের ষ্টাফ রয়েছেন। এছাড়া আক্রান্ত ১১ জনের মধ্যে রয়েছেন উত্তর কালিন্দীপুর এলাকায়,রাজবাড়ী এলাকা, বনরুপা এলাকা, মাঝের বস্তি, রায় বাহাদুর সড়ক এলাকা, ওমদামিয়া পাহাড়, ম্যাজিষ্ট্রেট কলোনী,রাঙ্গাপানি, মাঝের বস্তি, চক্রপাড়া এলাকার বাসিন্দা। গেল ১৪ ও ১৫ মে রাঙামাটি থেকে নমুনা সংগ্রহ করে সিবাসু ল্যাবে পাঠানো হলে গেল মঙ্গলবার রাতে ১৭ জনের ফলাফল পজিটিভ আসে।


তিনি আরো জানান, এ পর্ষন্ত ৬৯১ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে সিবাসু ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্টের ফলাফল এসেছে ৫৩২টি, ফলাফল আসেনি ১১৬টি এবং পজিটিভ এসেছে ৪৩ জনের।


উল্লেখ্য, রাঙামাটিতে সর্ব প্রথম গেল ৬ মে  রাঙামাটি জেনারেল হাসপাতালের ১জন নার্সসহ ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা আরো একজন নার্সের নমুনার ফলাফল গেল ১২ মে পজিটিভ আসে। ১৩ মে ১জন রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও অন্যজন বেসরকারী ক্লিনিকের চিকিৎসক, বিলাইছড়ি উপজেলায় ২ জন, রাজস্থলী উপজেলায় ১ জনসহ ৯ জনের পজিটিভ আসে। গেল ১৪ মে রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন নার্স ও ১ জন আয়া, জুরাছড়িতে ৬ জন এবং লংগদুতে ২ জন রয়েছেন। গেল ১৬ মে রাঙামাটি জেনারেল হাসপাতালে ১ জন নার্সের পজিটিভ আসে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত