খাগড়াছড়িতে ৫ উপজেলায় ছড়িয়েছে করোনা

Published: 19 May 2020   Tuesday   

খাগড়াছড়িতে ৯ উপজেলার মধ্যে ৫ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সর্বশেষ  গেল ১৮ মে খাগড়াছড়ির রামগড় উপজেলার একজন স্বাস্থ্যকর্মী ও পানছড়িতে চট্টগ্রাম ফেরত এক গার্মেন্টস শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিষ্চিত করেছেন।

 

তিনি জানান, রামগড়ে আক্রান্ত ব্যক্তি স্বাস্থ্যকর্মী এবং পানছড়ির ব্যক্তি চট্টগ্রাম ফেরত। তাদের আলাদা করে পরবর্তী ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বলা জানানো হয়েছে। এছাড়া গেল ১৮ মে`র আক্রান্ত ২ ব্যক্তিসহ জেলায় ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।

 

উল্লেখ্য, রোনায় পজিটিভ পাওয়া উপজেলাগুলো হল খাগড়াছড়ির সদর, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি ও রামগড় উপজেলা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত