খাগড়াছড়িতে এক পুলিশ সদস্যসহ আরো ৩ জন করোনা সনাক্ত

Published: 13 May 2020   Wednesday   

খাগড়াছড়িতে এক পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪ জন। তবে  জেলার প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। 

 

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, বুধবার রাতে চট্টগ্রাম  ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তিনজন সনাক্তের তথ্য পাওয়া গেছে। তারা হলেন, খাগড়াছড়ি পুলিশ লাইনের ১পুলিশ সদস্য, মহালছড়ি উপজেলার মনাটেক এলাকার বাসিন্দা ১জন ও কেয়াংঘাট এলাকার বাসিন্দা এক মহিলা।

 

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্টা চাকমা জানিয়েছেন, দু‘জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল গেল ৭ মে। তাদের নমুনা রির্পোট  বুধবার পজেটিভ আছে। তিনি আরো জানান আক্রান্ত মহিলার  স্থানীয় ডায়াবেটিস ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারনে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত