করোনা মোবেলায় রাঙামাটিতে সিআইপিডির উদ্যোগে জীবানুনাশক সামগ্রী বিতরণ

Published: 13 May 2020   Wednesday   

করোনা মোকাবেলায় রাঙামাটি শহরে  বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডির পক্ষ থেকে জীবানুনাশক   ব্লিচিং পাউডার, স্প্রে মেশিনসহ বিভিন্ন সামগ্রি প্রদান করা হয়েছে।

 

সংস্থাটির  প্রধান কার্যালয়ে শহরের কলেজ গেইট, টিটিসি, কল্যাণপুর, দেবাশীষ নগর, রাজবাড়ী সড়ক, কেকে রায় সড়ক,দেওয়ান পাড়া (তবলছড়ি) একালার স্থানীয় ক্লাব ও যুব প্রতিনিধিদেও কাছে জীবানুনাশক সামগ্রি প্রদান করা হয়। এতে বিতরণ করেন  রাঙামাটি পৌর সভার ৮ নং ওর্য়াড কাউন্সিলর কালায়ন চাকমা ও সিআইপিডির নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা। এসময় এলাকার গণ্যমান্য ব্যর্ক্তিরা উপস্থিত ছিলেন।

 

জীবানুনাশক সামগ্রির মধ্যে রয়েছে  ৫ কেজি ব্লিচিং পাউডার, ১টি স্প্রে মেশিন, ১টি বালটি, ১টি মগ, ১টি পিপিই ও  ১ জোড়া হ্যান্ড গ্লোভস ।

 

অনুষ্ঠানে সিআইপিডির নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা বলেন, লকডাউনের পর  গেল ২৬ র্মাচ থেকে সিআইপিডি করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর জোর দিয়ে রাঙামাটি সদর, কাপ্তাই, জুরছড়ি, বাঘাইছড়ি, বাঙ্গালহালিয়া এলাকায় লিপলেট বিতরণ করেছে। একই সাথে তিনি এসব এলাকায় হাত ধোওয়ার জন্য জলাধারসহ পানির টেপ বসানোর কার্যক্রম গ্রহণ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত