রাঙামাটিতে মন্দিরে প্রতিমা ভাংচুর ও দান বাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে

Published: 13 May 2020   Wednesday   

রাঙামাটি শহরের ফিসারী বাঁধ এলাকায় অবস্থিত শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরে প্রতিমা ভাংচুর ও মন্দিরের দান বাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে বলে  খবর পাওয়া গেছে। 

 

জানা যায়, বুধবার সকালে মন্দির কমিটির একজন মন্দির পরিস্কার করতে গিয়ে মন্দিরের প্রতিমাসহ ভাংচুরের দৃশ্য দেখে সকলকে খবর দিলে সকলে ক্ষোভে ফেটে পড়ে। তারা তাৎক্ষনিক মন্দিরের দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

পূজা উদযাপন পরিষদ রাঙামাটি শাখার সভাপতি বাদল কান্তি দে ও সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, রাঙামাটির মানুষ করোনা আতংকে ঘর বন্দি ঠিক তখনই সাম্প্রদায়িক গোষ্ঠী এই হামলা চালিয়েছে। তারা এ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবী জানানা।

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। পুলিশ মন্দিরের প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়েছে।  ঘটনাটি তদন্ত কওে দেখে যথাযথ আইনী ব্যবস্থা  নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত