রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু,আক্রান্ত ৫

Published: 12 Apr 2020   Sunday   

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুটান পাড়া এলাকায় অজ্ঞাত রোগে বিনামতি ত্রিপুরা (৩৫) ও একই এলাকার নিলু কুমার ত্রিপুরা (২৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪ থেকে ৫ জন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়া অধ্যুষিত এলাকায় গেল কয়েক দিন পাগলামী করার পর জ্বরে আক্রান্ত হয়ে ১০ এপ্রিল দুই জন মারা গেছে। এ গ্রামে আরো ৪ থেকে ৫ জন আক্রান্ত রয়েছেন।  এলাকাটি দুর্গম হওয়ায় লোকজন চিকিৎসা নিতে বিলম্ব হচ্ছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রু হলাঅং মারমা জানান, ভূটান পাড়া এলাকায় দুজন মারা যাওয়ার খবর শুনেছি। দুজনের মধ্যে ১০ এপ্রিল ১ জন এবং ১১ এপ্রিল অপর ১ জন মারা গেছে। উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পর্যাপ্ত পরিমান নিয়ে একটি মেডিক্যাল টিম  ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,খবরটি পাওয়ার সাথে সাথেই আমি একটি বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

 

সিভিল সার্জন আরো জানান, মূলতঃ তারা সকলেই জুম চাষি। জুমে কাজ করে ফিরে এসে এক ধরনের পাগলামি করে তারা মারা যাচ্ছে বলে শুনেছি। তিনি দাবি করেন, আক্রান্তদের কোনো জ্বরের উপসর্গ ছিলো না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত