বরকলে সরকারের নির্দেশিত আইন লঙ্ঘন করার অপরাধে ২ যুবক আটক

Published: 12 Apr 2020   Sunday   

সরকারের নির্দেশিত আইন উপেক্ষা করে দোকানের ভেতরে আড্ডা দেয়ার অপরাধে ২ যুবককে আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন বরকল চাইল্যাতলী গ্রামের উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির আলম শিশির ও মা ইলেকট্রনিক্স দোকান মালিকের ছেলে মো. হীরা।      

 

জানা যায়, রোববার সকালে বরকল সদর উপজেলায় নির্ধারিত সময়ে  সরকারের নির্দেশিত আইন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য  আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা টহল দেন। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাজার থেকে চলে গেলেও দুপর পর্যন্ত  বাজারে অবস্থান করেন গোয়েন্দা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে বাজারে টহলরত অবস্থায় মা ইলেকট্রনিক্সের দোকানে গোয়েন্দা প্রতিনিধিদের চোখে পড়ে। পরে দোকানের সামনে গিয়ে দেখেন  ভেতরে দরজা  আটকানো এতে  দরজা খুলতে বললে দেখে যে  ৪জন যুবক সামাজিক দূরত্ব বজায় না রেখে  আড্ডা দিচ্ছে এবং জড়ো হয়ে কম্পিউটারে মুভি দেখছে। এরপর তাদের বাড়িতে যেতে বলেন। কিন্তু ২জন বাড়িতে গেলেও বাকি ২ জন কোন কথা না শুনে দোকানের ভেতরে থেকে যায়। একপর্যায়ে গোয়েন্ডিদা সংস্থা লোকদের অকথ্য ভাষায় কথা বলে। এরপরে বিজিবি জোনে বিষয়টি জানালে ৪৫ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফরহাদ হারুণ চৌধুরী`র নির্দেশে দুজনকে  আটক করেন বিজিবি সদস্যরা।  আটক দুজনকে বরকল থানায় হস্তান্তর করা  হয়েছে।

 

বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানান,সরকারের নির্দেশিত  আইন  অমান্য করায় ২জনের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.     

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত