পানছড়িতে ত্রাণ বিতরণ করলেন বাসন্তী চাকমা এমপি

Published: 31 Mar 2020   Tuesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গরীব, দুস্থ ও মেহনতি মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন তিন পার্বত্য জেলার সংসদীয় আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা।

 

মঙ্গলবার উপজেলার কলাবাগান ও পানছড়ি বাজার এলাকার প্রায় ৬০টি পরিবারের মাঝে তিনি ত্রাণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবদুল মোমিন প্রমুখ।

 

জানা যায়, করোনা ভাইরাস সংক্রামনের কারণে যান চলাচল সীমিত এবং দোকান পাট বন্ধ হওয়ার প্রেক্ষিতে গরীব, দুস্থ ও মেহনতি মানুষের জীবিকা নিশ্চিত করণের লক্ষে এসব ত্রান বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত সামগ্রীর মাঝে ১০ কেজি: চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবন ও ১টি করে ডেটল সাবান রয়েছে। 

 

করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার গরীব, দুস্থ ও মেহনতি মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে দীর্ঘাজীবি হয় সেজন্য সবাইকে দোয়া করতে সবাই অনুরোধ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত