রাঙামাটিতে নির্জন এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন

Published: 25 May 2023   Thursday   

রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্হ মোনঘর শিশু সদন এলাকায় বুধবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। তার বাম হাতের কাঁধে ও ঘাড়ে আঘাতের চিহৃ রয়েছে। নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা(৪৭)। পুলিশ ধারনা করছে পূর্ব শত্রæতা জেরে তাকে খুন করা হতে পারে।

 

নিহত প্রভাত চাকমা শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় তার স্ত্রী ও কন্যা নিয়ে বসবাস করলেও তার নিজ বাড়ী খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়ায়। তার পিতার নাম রমনী মোহন চাকমা।

পুলিশ জানায়, শহরের রাঙ্গাপানিস্থ মোনঘর শিশু সদনের আবাসিক ক্যাম্পাসের ভেতর ডাইনিং হলের পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় একটি মৃত দেহ পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশদের খবর দেয়। পুলিশ বুধবার রাত ৮টার দিকে ঘটনাস্থল গিয়ে প্রভাত চাকমার মৃত দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তাকে দুর্বৃত্তরা হাতের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্ষক্ষরনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ কি কারণে কে বা কারা হত্যা করেছে তার বিস্তারিত জানাতে না পারলেও শত্রæতাবশত তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা। তবে পুলিশ নিহত ব্যক্তির সুনির্দিষ্ট পেশায় জড়িত তা জানাতে পারেনি। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমীন জানান, লাশ ময়না তদন্তের পর বৃহস্পতিবার নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ হত্যার ক্লু বের করতে তদন্ত চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : [email protected]
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত