• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2019   Wednesday

বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার উদ্যোগে রাঙামাটিতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে “দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সনাক কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল। অতিথির বক্তব্যে দেন চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ। সনাকের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সহ সভাপতি এস এম মঈন উদ্দিন, সনাক সদস্য গৌরিকা চাকমা, এঞ্জেলা দেওয়ান,চাঁদ রায়,সত্রং চাকমা, রঞ্জিত দেব নাথ। সভা সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা। মতবিনিময় সভায় গনমাধ্যম প্রতিনিধিদের মধ্যে মোহাম্মদ সোলয়মান, হিমেল চাকমা, সাধন বিকাশ চাকমা, হেফাজত সবুজ, এনভিল চাকমা,ফাতেমা জান্নাত মুমু, মহুয়া জান্নাত মণি, শংকর হোড়, জাহেদা বেগম প্রমুখ সহ প্রায় ৩৫ জন আলোচনায় অংশগ্রহণ করেন।

 

স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল বলেন সনাক রাঙামাটি পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ইত্যাদি ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের মাধ্যমে সেবার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন। তিনি উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে করণীয় সম্পর্কে মতামত প্রদানের জন্য অনুরোধ করেন।

 

টিআইবি এরিয়া ম্যানেজার পাউয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সনাক এর কার্যক্রম উপস্থাপনায় বলেন,সনাক এডভোকেসির ফলে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার এর ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তনগুলো হয়েছে এবং সেগুলো অন্যান্য উপজেলার এমপ্লিপাই করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষ চিঠি ইস্যু সংক্রান্ত এবং আরটিআই সম্পর্কিত অভিজ্ঞতা বর্ননা করেন।


অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ এ কে এম মকছুদ আহমেদ সনাক এর কার্যক্রম প্রশংসা করে বলেন টিআইবি সরকারের বিরুদ্ধে কাজ করেনা। তারা সরকারের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করে সরকারের সহযোগিত করছে। তিনি পৌরসভা এবং জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর কার্যক্রম নিয়ে অনুসন্ধানী প্রদিবেদন করার জন্য গণমাধ্যম কর্মীদের তিনি অনরোধ জানান।


মুক্ত আলোচনায় গণমাধ্যম কর্মীদের সনাক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সনাক সদস্যরা। গণমাধ্যমকর্মীরা সনাক কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও জোড়দার করতে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা স্থানীয় সরকার সেক্টরে ইতিবাচক পরিবর্তন করতে সংশ্লিষ্ট দপ্তর বিশেষ করে জেলা পরিষদ এর সাথে এডভোকেসি করার অনুরোধ জানান। পাসপোর্ট অফিস এবং তথ্য অধিকার সম্পর্কিত কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

 

সনাক এর পক্ষ থেকে বলা হয় দুর্নীতিবিরোধী কার্যক্রমে গণমাধ্যমকর্র্মীদের ভুমিকা অগ্রগন্য। দুর্নীতিবিরোধী কার্যক্রমে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানানো হয়।। এছাড়াও পাসপোর্ট, নিয়োগ দুর্নীতি এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক অব্যবস্থপনা, দুর্নীতি ও তথ্য অধিকার আইন তথা তথ্য কর্মকর্তার নাম টাঙিয়ে রাখা ইত্যাদি নিয়ে বক্তারা আলোচনা করেন। তারা মত প্রকাশ করেন যে, এ সব বিষয়ে সাধারণ জনগনকে সচেতনতার জন্য সনাক-রাঙামাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সনাক সদস্যরাও এ ক্ষেত্রে গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।



সভায় সমাপনী বক্তব্যে সনাক সভাপতি  অমলেন্দু হাওলাদার বলেন সনাক মূলত অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে চাপ প্রয়োগকারী গোষ্ঠীহিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। গনমাধ্যমও একই ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সনাক ও গনমাধ্যমকর্মীরা যৌথভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ