• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো মেমেসিং মারমা                    বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত                    মাতৃভাষার শিক্ষক সংকট শিগগিরই দুর হবে-দীপংকর তালুকদার এপি                    জিকো চাকমা সভাপতি ও টিকেল চাকমা সম্পাদক নির্বাচিত                    কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩                    ভাষা শহীদদের প্রতি রাঙামাটির সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন                    চাকমা,মারমা,ত্রিপুরার ভাষা শিক্ষক সমিতির ভাষা শহীদের প্রতিপুষ্পমাল্য অর্পণ                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা                    রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড় সীমান্তে রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক                    রাঙামাটিতে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন                    
 
ads

রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়িতে হত্যাকান্ডের প্রতিবাদে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ
আমরা কেবল ফুল দিয়ে যাব আর আপনারা গুলি করে মারবেন এটা হয় না-দীপংকর তালুকদারএমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2019   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি আওয়ামীলীগের সভাপতি ও বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালনকানী ৭ নির্বাচনী কর্মকর্তা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা না হলে যে কোন সময় হরতাল-অবরোধের চেয়ে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়েছেন রাঙামাটি আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। 

 

তিনি জনসংহতি সমিতিকে উদ্দেশ্য করে বলেন, হত্যা-হামলা করে আওয়ামীলীগকে নিশ্চিহৃ করা যাবে না, আমরা আপনাদের কেবল ফুল দিয়ে যাব আর আপনারা আমাদের গুলি করে মারবেন এটা হয় না। আমরা আইনের প্রতি শ্রদ্বাশীল বলে তাই বলে দুর্বল ভাববেন না।


বুধবার রাঙামাটিতে বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে ও বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালনকানী ৭জন কর্মকর্তার হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করার দাবীতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতির আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, আওয়ালীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, আওয়ামীলীগ নেতা অংশু ছাইন চৌধুরী, অংশুপ্রু চৌধুরী, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, সদর উপজেলা আওয়ামীলীগের হৃদয় রঞ্জন চাকমা। এর আগে রাঙামাটি পৌর চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে গিয়ে শেষ হয়।


সমাবেশে নেতৃবৃন্দ পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাড়াষি অভিযান শুরু করার দাবী জানিয়ে বলেন, পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একের পর এ আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রাণ হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাহাড়ের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশংকা রযেছে। তাই সরকারকে অবিলম্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান।


দীপংকর তালুকদার এমপি পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাঁড়াশি অভিযান শুরু করার দাবী জানিয়ে বলেন, অস্ত্রধারীদের একটাই লক্ষে হচ্ছে সমাজে আতংক সৃষ্টি করা। এসব করে নিজেদের স্বার্থ হাসিল করা। জুরাছড়িতে অরবিনউ চাকমা, ঝর্না চাকমাকে আহত করা ও বিলাইছড়ি আওয়ামীলীগের সভাপতি সুরেশ তংঙ্গ্যাকে হত্যা করেছে তারা মনে করছে আওয়ামীলীগ পার্বত্যাঞ্চলে মাথা তুলে দাড়াতে পারবে না, আওয়ামীলীগ নিশ্চিহৃ হয়ে যাবে। কিন্তু জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ বিপুল ভোটে আওয়ামীলীগকে জয়ী করেছে।


তিনি আরো বলেন, সাধারন মানুষ আওয়ামীলীগকে ভালবাসে ও অস্ত্রধারীদের কাছ থেকে মুক্তি চায়। তাই এবার দশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ৫টি উপজেলায় ও আওয়ামীলীগের সমর্থনে ২টি উপজেলায় বিজয়ী হয়েছে। তাই এখন অস্ত্রধারীরা বুঝতে পেরেছে মানুষ হত্যা করে আওয়ামীলীগের জনপ্রিয়তা কমবে ও বিজয় ঠেকানো যাবে না। আওয়ামীলীগের নেতাকমীদের হত্যা করে আওয়াশীলীগকে নিশ্চিহৃত করা যাবে ভেবেছিল তারা বোকা স্বর্গে বসবাস করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ