• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো মেমেসিং মারমা                    বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত                    মাতৃভাষার শিক্ষক সংকট শিগগিরই দুর হবে-দীপংকর তালুকদার এপি                    জিকো চাকমা সভাপতি ও টিকেল চাকমা সম্পাদক নির্বাচিত                    কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩                    ভাষা শহীদদের প্রতি রাঙামাটির সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন                    চাকমা,মারমা,ত্রিপুরার ভাষা শিক্ষক সমিতির ভাষা শহীদের প্রতিপুষ্পমাল্য অর্পণ                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা                    রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত                    রামগড় সীমান্তে রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক                    রাঙামাটিতে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন                    
 
ads

কাউখালীতে নির্বাচনী প্রচারনায় স্বতন্ত্র প্রার্থী
স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও মৌলিক অধিকারে যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে- উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2018   Monday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙামাটি ২৯৯ নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থিত উষাতন তালুকদার  বলেছেন, ১৯৯৭ সালে  স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি হলেও এখনো পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি ফিরে আসেনি। এই এলাকার মানুষ তার মান সন্মান ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে চাই। তাই কাকে কে সংসদে পাঠালে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে,কৃষকরা ভালোভাবে চাষবাদ ও ব্যবসা-বানিজ্য, ছেলে-মেয়েরা ঠিকমত লেখাপড়া করতে পারবে তা বুঝে শুনে সেই ব্যক্তিকে ভোট  দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে।

 

যে ব্যক্তি জনসাধারনের ধন সম্পদ লুঠে নিয়ে নিজের অর্থ সম্পদ বানিয়েছে সেই সব ব্যক্তির কাছ থেকে জনসাধারনের অধিকার ও এলাকার উন্নয়নের কিছুই আশা করা যায় না উল্লেখ করে আগামী ৩০ ডিসেম্বর দল নয় যে ব্যক্তি মানুষের অধিকার, সুখে দুঃখের সাথে থেকে এলাকার উন্নয়ননের জন্য কাজ করবে সেই ব্যক্তিকে মূল্যায়ন করে ভোট দেয়ার আহ্বান জানান।

 

সোমবার কাউখালী উপজেলায় প্রচার প্রচারনা ও বিভিন্ন স্থানে পথ সভায় স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার এসব কথা বলেন।

 

সকালের দিকে স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদর কাউখালী সদর, কচুখালী, তালুকদার পাড়াসহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারণা ও  ভোটারদের মাঝে তার সিংহ প্রতীকের লিফলেট বিতরণ ও স্থানীয় মানুষের সাথে কৌশল বিনিময় করেন। এসময় তার সাথে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি পোড়াপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ও  পরে তালুকদার পাড়ায় পথ সভা করেন। এসব পথ সভায় স্থানীয় পাহাড়ী-বাঙালী যোগদান করেন। পথ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে  দেন  নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উদয়ন ত্রিপুরা,জনসংহতি সমিতির নেতা চিংহ্লা মং চাক, কাউখালীর বিশিষ্ট ব্যবসায়ী কৌশল খান,বাংলাদেশ মারমা উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক সাথোয়াই প্রু মারমা, স্থানীয় মুরুব্বী মনিন্দ্র তালুকদার,রামকৃঞ্চ তালুকদার। এসময়  জনসংহতি সমিতির নেতা সৌখিন চাকমা,পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী রীনা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পথ সভায় উষাতন তালুকদার বলেন, রাঙাঙ্মাটি জেলাসহ তিন পার্বত্য জেলার জনমুখী ও পরিবেশ-বান্ধব সুষম উন্নয়ন পক্ষে সংসদে ও  সরকারের নিকট নিরলসভাবে ক্রমাগত জোরালো দাবি জানিয়ে এসেছি। আর সে কারণেই আজ তিন পার্বত্য জেলায় ৫৬৬ কোটি টাকা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প গ্রহণকরে বাস্তবায়ন করা হচ্ছে। ব্যাপক সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে পার্বত্য অঞ্চল আলোকিত হচ্ছে। শিক্ষার উন্নয়নের জন্য দুর্গম অঞ্চলে ইউএনডিপি পরিচালিত ২১৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তম্মধ্যে ৮০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষাখাতে নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত রাঙ্গামাটি জেলায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে। এমপিওভুক্তির জন্য ১৫টি নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ৬টি প্রক্রিয়াধীন রয়েছে। ১০ উপজেলায় ১০টি নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক নতুন ভবন নির্মাণ ও ১০টি নি¤œ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উর্ধমুখী সম্প্রসারণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করে নতুন হাসপাতাল নির্মাণ কার্যক্রম অব্যাহত আেেছ। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫০ শয্যায় উন্নীত করে ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

 

তিনি বলেন, পার্বত্য চুক্তিতে শাসনতান্ত্রিক অংশিদারিত্ব এখনো দেয়া হয়নি।  সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, পর্যটন, মাধ্যমিক শিক্ষা, উন্নয়ন ইত্যাদি বিষয়গুলো এখনো তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়নি,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন কার্যকর করা হয়নি।

 

জনসংহতি এই নেতা আরো বলেন,চুক্তির ২১ বছর হয়েছে। এখনো কোন সমাধান হয়নি। তবে চুক্তি বাস্তবায়ন নিয়ে আমরা আশা ছাড়িনি। আগামীতে যে সরকার আসুক না কেন চুক্তি বাস্তবায়নে চাপ সৃষ্টি করে বাস্তবায়ন করবো।

 

উষাতন তালুকদার বলেন, জনসংহতি সমিতি উস্কানি রাজনীতি বিশ্বাস করে না। পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও  অবৈধ অস্ত্রবাজি না থাকুক আমরাও চাই। সে জন্য  সমস্ত অস্ত্র জমা দিয়ে পার্বত্য চুক্তি করে ফিরে এসেছি।  

 

পথ সভায় উষাতন তালুকদারের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উদয়ন ত্রিপুরা বলেন, নির্বাচন কমিশনের নির্বাচনী কঠোর বিধিমালা থাকলেও আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার নির্বাচন বিধিমালা লংঘন করে চলেছেন। কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকসহ বড় বড় তোড়ন  নির্মাণ ও রঙিন পোষ্টার করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ