• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    
 
ads

লামায় এক পোষ্টম্যানের বিরুদ্ধে অভিযোগ
২০ টাকা দিলে মিলছে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশ পত্র!

Published: 23 Mar 2018   Friday

লামার পোষ্ট অফিসের এক পোষ্টম্যানের বিরুদ্ধে সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষার প্রবেশ বিলির বিপরীতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। গেল ২০,২১ ও ২২ মার্চ তিন দিনে প্রায় ৮শত পরীক্ষার্থীর কাছ থেকে অফিস খরচের নাম দিয়ে সর্ব নিন্ম ২০ টাকা থেকে এক শত টাকা পর্যন্ত টাকা আদায় করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। 

 

তবে লামা পোষ্ট অফিসের পোষ্টম্যান বিদ্যাচরণ চৌধুরী এসব অস্বীকার করে দাবী করেছেন পত্র বিলি করতে গিয়ে কারোর কাছ থেকে কোন টাকা নেননি।

 

উল্লেখ্য,আগামী ৬ এপ্রিল বান্দরবান পার্বত্য জেলা পরিষদের শিক্ষা বিভাগের অধীনে সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

 

লামা উপজেলা পোষ্ট অফিস সূত্রে জানা গেছে, গেল ২০,২১ ও ২২ মার্চ তিন দিনে প্রায় ৯শতটি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশ পত্র এসেছে। বৃহস্প্রতিবার পর্যন্ত ৮শতটি প্রবেশ পত্র বিলি হয়ে গেছে।


প্রবেশ পত্র নিতে আসে মংসাই মার্মা, মোঃ মিজান, উক্য হাই মার্মা, হ্লাথোয়াইংগ্য মার্মা, মংয়েই চাই মার্মা, উছাইসে মার্মাসহ প্রায় দুশতাধিক পরীক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন টাকা দিতে না পারায় তাদের লিখিত পরীক্ষার প্রবেশ পত্র না দিয়ে ফেরত দেয়। পরে তারা টাকা সংগ্রহ করে টাকা দিয়ে পোষ্ট অফিস থেকে বিকালে প্রবেশ পত্র সংগ্রহ করেন বলে তারা জানান।


ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম গ্রাম ইয়াংছা বড়পাড়ার বাসিন্দা চামাচিং মার্মা অভিযোগ করেছেন, তিনটি প্রবেশ পত্র বাবদ ১শত ৫০টাকা দিতে হয়েছে।  কেয়চিং থোয়াই মার্মা, মংথোয়াইনু মার্মা, নুংক্যমং মার্মা, মংচিহ্লা মার্মাসহ আরো ১৫ জন অভিযোগ করেছেন টাকা দিয়ে পোষ্ট অফিস থেকে প্রবেশ পত্র সংগ্রহ করেছেন। এর আগেপ্রবেশ পত্র নিতে গিয়ে ফেরত যেতে হয়েছে।


২০ টাকা দিয়ে প্রবেশপত্র গ্রহন করেছেন এমনই একজন মংসাই মার্মা। তিনি জানান, তার প্রবেশ পত্র সংগ্রহ করতে বৃৃহস্প্রতিবার দুপুর প্রায় সাড়ে ১১টার সময় লামা পোষ্ট অফিসে যান। তখন দেখেন দেড়শত থেকে দু`শতাধিকের প্রবেশ পত্র গ্রহন করতে ছেলে-মেয়ে পোষ্ট অফিসে ভিড় করেছেন। তার প্রবেশ পত্রটি নিতে প্রায়  দু`ঘন্টার মতো সময় লেগেছে।


প্রবেশ পত্র দেয়ার পাওয়ার আগে পোষ্টম্যান বিদ্যাচরণ চৌধুরী ২০টাকা দিতে দাবী করেন বলেন অভিযোগ করে তিনি আরো জানান, তাকে পোষ্টম্যান বলেন অফিসের খরচের জন্য সবার কাছ থেকে ২০টাকা থেকে ১শত টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। তাই ২০টাকা দিতে হবে। পরে পোষ্টমেনকে ২০টাকা দিয়ে প্রবেশ পত্র সংগ্রহ করেন তিনি।


টাকা নেওয়ার বিষয়ে লামা পোষ্ট অফিসের পোষ্টম্যান বিদ্যাচরণ চৌধুরীর কাছ থেকে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবেশ পত্র বিলি করতে গিয়ে তিনি কারোর কাছ থেকে কোন টাকা-পয়সা নেননি।


লামা উপজেলা পোষ্ট মাষ্টার মোঃ সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা নেয়ার অভিযোগটি কয়েকজনের কাছ থেকে শুনেছেন। অফিস খরচের জন্য টাকা নেয়ার বিধান নেই।


বান্দরবানের পোষ্ট অফিস পরিদর্শক(প্রশাসন) মোঃ সেলিমের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, প্রবেশ পত্র বিলির জন্য কোন টাকা নেয়ার বিধান নেই। তবে নিয়ে থাকলে অপরাধ করেছে। এ বিষয়ে অফিস রোববার খুললে কিছু একটা করা যায় কিনা দেখা যাবে বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ